রূপগঞ্জ উপজেলার রূপসী বাসট্যান্ডে অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রাফিক পুলিশ আব্দুর রাহিম আহত হয়েছে । শুক্রবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে। আব্দুর রাহিমের উপর হামলার খবর পেয়ে একাধিক পুলিশ সদস্য এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে দুই জন চালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মৈকুলীর সাব্বির হোসেন ,বরপার জসিম উদ্দীন।
জানা গেছে রূপগঞ্জে ঢাকা -সিলেট মহাসড়কে অটোরিক্সাচালালে ট্রাফিক পুলিশ এসে চালকদের কাছ থেকে রিক্সা বা ব্যাটার খুলে নিয়ে যায় পরে টাকার বিনিময়ে রিক্সা ফেরত দেয়। ট্রাফিক পুলিশের অনিয়মে অতিষ্ট হয়ে শুক্রবার সকালে দরিদ্র রিক্সা চালকরা রূপসী ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন করে। মানবন্ধনে তীব্র যানজটের সৃষ্টি হয় । দায়িত্বরত ট্রাফিক পুলিশ রিক্সা চালকদের বাধা দিলে চালকরা পুলিশের উপর হামলা করে। তাতে আব্দুর রহিমের মাথা ফেটে যায়।
এ ব্যাপারে চালক জসিম বলেন, আমরা গরীব মানুষ রিক্সা চালাই ভাত খাই খুবই কষ্টে দিন যায়। আমরা যারা রিক্সাচালক যারাই আছি অনেক রিক্সা ধরে দিয়ে যায় তার পর বেটারি নিয়ে যায় তার পর ৫হাজার, ২হাজার করে টাকা নিয়ে রিক্সা ছুটিয়ে নিয়ে আনতে হয়। যার যার কাছ থেকে যেমন টাকা পায় তাই নেয় বিশ্ব রোডের ট্রাফিক পুলিশরা ।
ট্রাফিক পুলিশ আমিনুল বলেন, হাইওয়েতে সরকার রিক্সা চালানো নিষেধ করেছে। আমরা প্রায় না করি হাইওয়ে ওঠা যাবে না বিশেষ করে অসাবধানতার কারণে দূর্ঘটনা হয়।আমরা শুনতে পাই শুক্রবার বেলা ১১টায় রিক্সাচালকরা ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে যানজট সৃষ্টি করছে। খবর শুনে আমরা যাই যানজট ছুটাতে তারা আমাদের কথা না শুনার পর একটা রিক্সা সহ আমরা দুই জন আটক করি ।
রূপগঞ্জ থানার এস.আই মঞ্জুর বলেন, অতর্কিত ভাবে রিক্সাচালকরা দায়িত্বরত ট্রাফিক পুলিশ আব্দুর রাহিম উপর হামলা চালায়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হামলা কারীদের দুই জনের নামে মামলা হয়েছে ।