রূপগঞ্জ উপজেলার রূপসীতে ছালমাটিতে পড়ে হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মো: আশরাফুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে তারাব পৌরসভার রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজন করে হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়। মানববন্ধনে অংশ নেয় শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবি গুলোর মধ্যে রয়েছে :- অসতকর্তা ও অজ্ঞতার জন্য দূর্ঘটনার সকল দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। বিদ্যালয়গামী শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের ঝুকি নিরসন করতে হবে। অন্যথায় ঝুঁকিপূর্ণ বজ্যগুলো লোকালয় থেকে অন্যথ স্থানান্তর করতে হবে।
এসময় রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীভানু আক্তার, হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ তাজউদ্দীন আহমেদ, গন্ধর্বপুর স্কুলের সহকারী শিক্ষক শিহাবুর রহমান ,আ: সোবহান, হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক, নিরব হোসেন, হাফিজুর রহমান, সোনিয়া, মিলি, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন শিক্ষকবৃন্দ, নিহতের পিতা বাবুল মোল্লা, তারাব পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ম শ্রেণীর ছাত্রী ঈশিকা, ৮ম শ্রেণীর ছাত্র নাম সংগ্রাম। তারা তাদের সহপাঠীর হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।

