আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে ছালিমাটির ব্যবসা বন্ধের নির্দেশ

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় সয়াবিনের গরম বর্জ্য বা ছালিমাটির ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে রূপসী এলাকায় ছালিমাটির মাঠ পরিদর্শনে এসে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এই নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার হাবিব মোহাম্মদ ছামাদ সহ অনেকে। পরে নিহত ও আহতদের বাড়িতে যান তারা।

ইউএনও মমতাজ বেগম সংবাদচর্চাকে জানান, বুধবার ছালিমাটিতে দগ্ধ দুই জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেয়া হবে। আর এই জায়গায় কেউ ছালিমাটির ব্যবসা করতে পারবে না। ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের মাটি সরিয়ে নেবে বলে আমাদের কথা দিয়েছেন।

এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘণ্টা ব্যাপী পানি ঢেলে ফিল্ড ঠান্ডা করে।

প্রসঙ্গত  গত ৬ ফেব্রুয়ারি রূপসী-মুড়াপাড়া সড়কে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রাখা  গরম ছালিমাটিতে পড়ে দুই স্কুল ছাত্র বাবুল মোল্লার ছেলে আশরাফুল (১৫), মিনিস্টারের ছেলে নাজিম (১২) দগ্ধ হয় । সোমবার ভোর সাড়ে ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল (১৫) মারা গেছে। বাকী দগ্ধ তিন জন্য চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে  রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম ছালিমাটি বের হয়।

সর্বশেষ সংবাদ