নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ৬৫৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ক্রয় করার জন্য নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার এখলাছনগর এলাকায় হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব তাইজ উদ্দিন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন অালহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
এতে অারো উপস্থিত ছিলেন, স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান ভুঁইয়া, ডাক্তার মেজবাউল হাসান মোকাররম, লায়ন সাইফুল ইসলাম মারুফ, শিক্ষক জামাল উদ্দিন, ওমর ফারুক, নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন অালহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, আজকে যারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তারাই আগামীতে এদেশের জন্য হাল ধরবে। তাই লেখা-পড়ার প্রতি মনোযোগী হয়ে সকল শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে।