
নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জের নোয়াপাড়া জামদানী পল্লী ও মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করেছেন অগ্রানাইজেশন অব দি ইসলামী কনফারেন্স (ওআইসি) ভুক্ত ১২৯ টি দেশের টুরিজম মিনিষ্টার কনফারেন্স ইন টেকনিক্যাল টুর প্রতিনিধিগণ ।
বুধবার দুপুরে ১২৯টি রাষ্ট্রের ১৬৯ জন প্রতিনিধি রূপগঞ্জে নোয়াপাড়া জামদানী পল্লী ও মুড়াপাড়া জমিদার বাড়ি সফরে আসেন।
অগ্রানাইজেশন অব দি ইসলামী কনফারেন্স (ওআইসি )সম্মেলনের ১০ তম সেকসনের বাংলাদেশ ২০১৯ সাল পর্যন্ত পরিচালনা বোর্ডের চেয়াম্যানের দায়িত্ব দেয়া হয়।
এ সম্মেলেনে ৭ম দিনে টুরিজম মিনিষ্টার কনফারেন্স ইন টেকনিক্যাল টুর উপলক্ষে ১২১ জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় ও বাংলাদেশ টুরিজম বোর্ডের তত্বাবধায়নে এ টুরের আয়োজন করা হয়।
সারা বিশ্বে রুপগঞ্জের জামদানী পল্লীকে ওয়াল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ও মুড়াপাড়া জমিদার বাড়িকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এ কারনে সৌদি আরব, ইরাক, ইরান, তুর্কি, আজার বাইজান,আরাক, আফগানিস্থান,সেনেগাল, আলবেনিয়া, ফিলিস্থান, ন্ইাজার ১২৯টি দেশের ১৬৯ জন প্রতিনিধিগন রূপগঞ্জে সফরে আসে।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহনও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল,সচিব এস এম গোলাম ফারুক,পর্যটন কর্পোরেশন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির,তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নীলা , তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত পৌর সচিব তাজুল ইসলাম কাউন্সিলর আনোয়ার হোসেন ,হামিদুল্লাহ প্রমুখ।

