আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বদলি

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০ মার্চ) রাতে রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন সংবাদচর্চাকে ওসি বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন কোন ওসি রূপগঞ্জ থানায় যোগদান করছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে মঙ্গলবার তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টাসের আদেশে রূপগঞ্জ থানা থেকে বদলি করে পুলিশের এন্টি টেররিজম (জঙ্গি দমন) শাখায় বদলি করা হয়। রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন।