আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:
হেফাজাতের ডাকা হরতালে সহিংসতা ও নাশকতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ( ১১ এপ্রিল) সন্ধ্যায় গোলাকান্দাইল বাস ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে সোমবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিবহনে ভাংচুরের ঘটনা ঘটে। ২৭ মার্চ এ ব্যাপারে রূপগঞ্জ থানায় নাশকতার মামলা হয়। পুলিশের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ।