নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১১ আগস্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, সদস্য সচিবক বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা একেএম তমিজ উদ্দিন রাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়া। আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় এর অদ্যদেশের মাধ্যমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

