আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, নগর, ব্রাহ্মণগাঁও, মঙ্গলখালী, মাছিমপুর, মুশরীসহ আশপাশের এলাকার পাঁচ শতাধিক গরিব, অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

৩০ এপ্রিল শনিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক এবং গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা’র অনুপ্রেরণায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এসব শাড়ী কাপড় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আব্দুল মান্নান মুন্সি, মুড়াপাড়া বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজ, সাংবাদিক মঞ্জুর এলাহী, সৈয়দ নাজমুল হোসেন, আলম হোসাইন, সোহেল কবির প্রমুখ। পরে অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ী কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।