আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন

: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্ক এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে, আজিম সরকারের সঞ্চালনায় সুলতান মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর হুমাউন আকন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, সাবেব কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি দুলাল হোসেন, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদল নেতা আশরাফুল হক রিপন,কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন, জেলা জাসাস সভাপতি জাকির হোসেন, জেলা তাঁতী দল সভাপতি এ্যাডভোকেট শুক্কুর মাহমুদ, যুবদল নেতা নুরুন্নবী,যুবদলের আরিফুজ্জামান ইমন, স্বেচ্চাসেবক দলের রাসেল আহমেদ,আব্দুল হালিম,আলী আহমেদ, মেহেদী হাসান রিপন প্রমূখ।

সভায় প্রধান অতিথি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাউন আকন্দ তাঁর বক্তব্যে বিএনপির নেতা কর্মীদের নামে গায়েবী মামলা দেয়ায় সরকার ভেবেছিলো দল নিশ্চিহ্ন করবে। কিন্তু তা হয়নি। রাজপথে নামতে না দিলেও মামলার হাজিরা দিতে গিয়ে দলের সবার সঙ্গে দেখা হয়। এতে মানষিকভাবে দল চাঙ্গা হচ্ছে। সরকার আজ দেশ চালাতে হিমসিম খাচ্ছে। তাই পিঁয়াজসহ বিভিন্ন নিত্য পন্যের দাম নাগালের বাইরে। এখন প্রয়োজন দলের চেয়ারপার্সনকে মুক্তির আন্দোলন।বীরবেশে দেশ নায়ক তারেক রহমানের দেশে ফেরা। এ সময় উপজেলা ছাত্রদলের হাল ধরতে আবু মাসুমকে যোগ্য বলে দাবী করেন তিনি। সভাপতি আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন, দলকে চাঙ্গা করতে নেতা কর্মীদের পদ পদবী দিয়ে উৎসাহ দিতে হবে। দীর্ঘ বছর ধরে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি না দেয়ায় কর্মীরা ক্ষোভ জানাচ্ছেন। তাই দলের চেয়ারপার্সনের মুক্তির আন্দোলনকে শক্তিশালী করতে অবিলম্বে দলকে চাঙ্গা রাখার আহবান জানান তিনি।