আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলার ভোটের ফলাফল

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের ভোট গণনার কাজ শেষ হয়েছে । রূপগঞ্জে ১২৭ টি ভোট কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান পদে শাহজাহান ভূইয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২৭ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯ শ ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২৭ কেন্দ্রে সৈয়দা ফেরদৌসী আলম নীলা হাঁস মার্কা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার চম্পা পেয়েছেন ১৩ হাজার ৩শ ২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল ভূইয়া চশমা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৪শ ৫৯ ভোট তার নিটকতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হারেজ পেয়েছেন তালা প্রতীকে ৯ হাজার ৭ শ ১৩ ভোট।

চেয়ারম্যান পদে শাহজাহান ভূইয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা ফেরদৌসী আলম নীলা হ্যাট্রিক করেছেন । এবারের নির্বাচন শান্তি পরিবেশে শেষ হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছে। মন্ত্রী সভা স্থান পাওয়ার পর গোলাম দস্তগীর গাজী উপজেলা নির্বাচনে সফলতার পরিচয় দিয়েছেন । তার দক্ষ নেতৃত্বে বিনা রক্তপাতে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।