আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়নে জাতির পিতার ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ উপজেলার সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এ সময় সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে তার আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

রূপগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মানিক আলী’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঞ্জু চেয়ারম্যান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোরশেদ আলম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, অর্থ সম্পাদক আলামীন ভূঁইয়া, ত্রান সম্পাদক বাচ্চু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আলম সিকদার, সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহম্মেদ, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক এম এ আজিজ, ছাত্রলীগ নেতা আওলাদ, সাদ্দাম, সাগর, শ্যামল প্রমুখ। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ