সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জ ইউনিয়নের বাগবে গ্রামের লিজা আক্তার নামে (৩০) এক মহিলার আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ব্যাপরে লিজা আক্তার সংবাদচর্চা কে বলেন, আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবু মুছা আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। সে আমাকে বিয়ে করতে চায় । আমি রাজি না হওয়ায় আমার আইডি হ্যাক করেছে। আমার ছেলে মেয়ে স্বামী আছে।
তিনি বলেন,আমার ফেসবুক আইডি থেকে অসামাজিক ছবি প্রকাশ করছে। সে ছবি আমার না।
এছাড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলেও তিনি জানান।