আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি:স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম বেপারী বলেছেন, রূপগঞ্জের মাটি আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগ অবশ্যই এখানে (রূপগঞ্জ) ৩ হাজার সদস্য সংগ্রহ করতে পারবে। স্বেচ্ছাসেবকলীগে কোনো নেশাগ্রস্ত লোক ঢুকতে পারবে না। যে নেতা ঢুকাবেন তার দায়, দায়িত্ব তাকে বহন করতে হবে।

তিনি আরও বলেন, কাঠামো বিহীন কোন সংগঠন শক্তিশালী হতে পারে না। সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগকে সবচেয়ে শক্তিশালী ঘাটি হিসেবে আমরা পরিণত করবো। যারা ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মী ছিলো , ক্ষোভে দূরে সরে গেছেন তাদেরকে ডেকে এনে স্বেচ্ছাসেবকলীগে পদায়ন করবেন। যে কেউ স্বেচ্ছাসেবকলীগের প্রার্থী হতে পারবেন। সকলের বায়োডাটা সংগ্রহ করবেন।
সোমবার ১৯ সেপ্টেম্বর বিকালে কায়েতপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন দেওয়ান, ফাতেমা ইসলাম রাহা কাজী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাবেক সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রফিকুল ইসলাম রফিক মেম্বার , মেহেদী হাসান বাবেল, আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয় ।