নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জের রপগঞ্জে র্যাব পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী ৭৫ ব্যারেল সয়াবিন তেলসহ এ/পি এম এইচ রংপুর ট্রন্সপোর্ট এজেন্সির একটি ট্রাক ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে কুমিল্লা বিশ্বরোড এলাকার এসএএস রোলিং মিলের কাছ থেকে খালি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এর আগে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।
এ/পি এম এইচ রংপুর ট্রান্সপোর্ট এজেন্সির পরিচালক আব্দুল করিম জানান,গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের ট্রান্সপোর্ট এজেন্সির ভাড়া করা একটি ট্রাক ঢাকা মেট্রো-ট, ২২-৩৫০৫) উপজেলা রূপসী সিটি অয়েল মিলস হতে ৭৫ ব্যারেল সয়াবিন তেল নিয়ে কুড়িগ্রাম হাজী দবিরউদ্দিনের দোকানে পৌছানোর উদ্দেশ্য রওনা হয়। রাত আনুমানিক ১০টার দিকে চালক ট্রাকটি নিয়ে ভুলতা গোলাকান্দাইল মোড়ে পৌছলে একটি মাইক্রোবাস থেকে ১০/১২ লোক নিজেদের র্যাব পরিচয় দিয়ে ট্রাক চালক মোঃ শাহিন মিয়া ও হেলপার মোঃ শফিকুল ইসলামকে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পথিমধ্যে চালক ও হেলপারকে জোরপূর্বক পানি জুস পান করায় । এর পর তারা আর কিছুই বলতে পারেনি।
পরের দিন সকালে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় রূপসী বালুর মাঠ থেকে তাদেরকে উদ্ধার করে রূপসী স্বদেশ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে রাত ১০টা পর্যন্ত ট্রাক চালকের সঙ্গে আব্দুল করিমের ফোনে যোগাযোগ হয়। ১০টার পর থেকে ড্রাইভারে ফোনটি বন্ধ পাওয়া গেলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। অপর দিকে ছিনতাইকারীরা পর দিন একটি ফোন নম্বর দিয়ে ফোন করে ৩ লাখ টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিলে ছিনতাইয়ের মালামাল ফেরত দিবে বলে জানান।
ভোরে ট্রাকটি খালি অবস্থায় কুমিল্লা বিশ্বরোড এলাকার এস এ এস রোলিং মিলের কাছে পাওয়া যায়। এ ব্যাপারে মোঃ আব্দুল করিম বাদী হয়ে রপগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার বলেন, ছিনতাইকৃত সয়াবিন তেল উদ্ধারের চেষ্টা চলছে।