রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার উপজেলার সিংলাব ও কর্ণগোপ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫৫পিছ ইয়াবাসহ প্রদীপকে ও ৫শত গ্রাম গাঁজাসহ মোঃ ফজল হাওলাদারকে আটক করা হয়েছে।
ইয়াবা ব্যবসায়ী প্রদীপের (৩০) বাড়ি আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায়। সে মৃত কালীপদ বিশ্বাসের ছেলে। তাকে সিংলাব ব্রীজের এলাকায় মাদক বিক্রির সময় ৫৫পিছ ইয়াবাসহ আটক করা হয়। অন্যজন হলেন মোঃ ফজল হাওলাদার (৪২)। তার বাড়ি বরগুনা জেলার তালতলী থানার পঞ্চাকড়ালিয়া এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
সে কর্ণগোপ বাবু মিয়ার ইটভাটার থেকে গাঁজা বিক্রি করে আসছিল। সে কর্ণগোপ এলাকায় গাঁজা বিক্রির সময় ৫শত গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের মাদকের মামলা দিয়ে চালান করা হয়েছে।