সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে উপজেলার টেংরারটেক এলাকায় শুক্রবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কে দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৮) নামে ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত রফিকুল কাঞ্চন পৌরসভার দৌলতপুর এলাকার নুরু মিয়ার ছেলে।
নিহতের ভাই মহসীন জানান, ৪ মে শুক্রবার সকাল ৭টায় তার বড় ভাই রফিকুল ইসলাম কালাদী থেকে সিএনজি যোগে ভুলতার উদ্দেশ্য রওনা হয়। সড়কের টেংরার টেক এলাকায় পৌঁছালে একটি বিপরীতমুখিগামী একটি কাভার্ড ধাক্কা দিলে সিএনজিটি সড়কের পাশে পড়ে যায়। এসময় গুরুতর আহত হয় রফিকুল ইসলাম। পরে মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।