নবকুমার:
রূপগঞ্জে উন্নতমানের জতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে মুড়াপাড়া সরকারি কলেজে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রকিব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সহ অনেকে। পরে মন্ত্রী নিজের স্মাট কার্ড গ্রহণ করেছেন এবং কয়েক জনের মাঝে স্মাটকার্ড বিতরণ করেছেন।