রূপগঞ্জে স্থানীয় সাংসদের সাথে নাগরিক কমিটির মত বিনিময়
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় সভা করছে তারাব পৌর সভার নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
শুক্রুবার রূপসী গাজী ভবণে তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
সভায় বক্তারা রূপগঞ্জের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী ও তারাব পৌর মেয়র হাছিনা গাজীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সব ধরণের কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও পৌর মেয়র হাছিনা গাজী রূপগঞ্জের উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নাগরিক কমিটির সদস্যদের সহযোগিতা চান ।
নাগরিক কমিটির সদস্যরা প্রথমে স্থানীয় সাংসদ ও মেয়রের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করে।নাগরিকদের মধ্যে ছিলো শিক্ষক,ব্যবসায়ী,কৃষকসহ নানা পেশার লোক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরাব কবরস্থান রোড আবাসিক এলাকার নাগরিক কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি মোঃ ইউসুফ চৌধুরী, কার্যকরি সভাপতি হাজী মোঃ আ: রহিম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মৃধা প্রমুখ