রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সায়মা আক্তার নামে নবম শ্রেণীতে পড়–য়া এক স্কুল শিক্ষার্থী অপহরণ হয়েছে বলে তার পরিবার দাবী করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুতুলিয়া এলাকা থেকে স্থানীয় বখাটে তাকে অপহরণ করেছে। অপহরণের দু’দিন পেরিয়ে গেলেও ঐ শিক্ষার্থী উদ্ধার করা যায়নি। সায়মা আক্তার গুতুলিয়া এলাকার মুনায়েন হোসেন মনুর মেয়ে।
স্কুল শিক্ষার্থীর পিতার দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, তার মেয়ে সায়মা আক্তার পাশ^বর্তী পাচরুখি হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়তো। স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিনই পাচরুখি মধ্যপাড়া এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে মিনাজুল ইসলাম উত্যক্ত করতো। গত বৃহস্পতিবার বিকেণে তার মেয়ে ও ভাতিজি তানজিলা গুতুলিয়া বাড়ির অদূরে হাঁটাহাটি করছিলো। এসময় বখাটে মিনাজুল সিএনজিযোগে এসে জোড়পূর্বক সায়মা আক্তারকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।