আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সেরা হলি চাইল্ড আইডিয়াল স্কুল, ১৫ জন A+ সহ শতভাগ পাস

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাসাবতে অবস্থিত হলি চাইল্ড আইডিয়াল স্কুল। গত বছরের ন্যায় এবারো রূপগঞ্জ উপজেলায় সেরা ফলাফল করেন। মোট ৩৭ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে ৬ জন গোল্ডেন সহ ১৫ জন জিপিএ ৫.০০/A+ পায় এবং বাকী সবাই ভালো ফলাফল অর্জন করেছে ।
বিদ্যালয়ের ভালো ফলাফল করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে।
বিদ্যালয়টি ২০০৩ সালে স্থাপিত হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু থাকে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পিইসি পরিক্ষায় অংশ গ্রহণ করে একাধিকবার রূপগঞ্জের সেরা ফলাফল অর্জন করেছে।
বিদ্যালয়টি পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত চালু হয়। ২০২৩ এবং ২০২৪ সালে এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করে রূপগঞ্জের সেরা রেজাল্ট করেন এই স্কুলের শিক্ষার্থীরা।
বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০০ জন ।

প্রধান শিক্ষক মোঃ তাইজদ্দিন সিকদার শান্ত বলেন শিক্ষার্থীদের ভালো রেজাল্টের পিছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষার্থীদের অধিক পরিশ্রম এবং আল্লাহর অশেষ রহমত।
আমার শিক্ষার্থীদের নিকট একটাই চাওয়া তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষে পরিণত হয়।
এই রেজাল্ট যেন সব সময় করতে পারি সেভাবে আমার শিক্ষকদের নিয়ে পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।