আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সু-সংগঠিত যুবলীগ এলোমেলো যুবদল

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ : রূপগঞ্জে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন যুবলীগ বেশ সুসংগঠিত হলেও বিপরীতে বিএনপির অন্যতম শক্তি যুবদলের তেমন একটা অস্তিত্বই নেই। রাজনৈতিক সভাসমাবেশে যুবলীগকে মাঠে-ঘাটে দেখা গেলেও যুবদল দেখা মেলা ভার। যদিও যুবদল নেতাদের দাবি, হামলা-মামলার কারণে অনেকেই আত্মগোপনে রয়েছেন, সময়মতো বেরিয়ে আসবেন। কিন্তু তৃণমূলের নেতারা বলছেন ভিন্ন কথা। উপজেলার যুবদলের শীর্ষনেতাদের অনেকের নামও ভুলে গেছে তৃণমূলের কর্মীরা। শুধু তৃণমূল নয়, মহানগর ও জেলার নেতারাও শীর্ষ নেতাদের নাম জানেন না।

তৃণমূল নেতাতের মতে, রাজধানীর অতি সন্নিকটে হওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনটি বেশ গুরুত্বপূর্ণ সকল। এখানে দলের অবস্থান শক্ত না হলে নির্বাচনের সময় দলকে এর খেসারত দিতে হবে। ইতোমধ্যে নির্বাচনী হাওয়াও বইতে শুরু করেছে। আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলই প্রস্তুতি নিচ্ছে।
এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, অতীতের যে কোন সময়ের চাইতে এখন যুবলীগ সুসংগঠিত। আন্দোলন-সংগ্রাম ও দল গঠনের আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নির্দেশনায় যুবলীগের কার্যক্রম বেশ বেগবান। আশার করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগ হবে এ আসনের অন্যতম চালিকা শক্তি।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, সুসংগঠিত যুবলীগ এখন শুধু তার ফসল ঘরে তোলার অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে রূপগঞ্জ উপজেলা যুবদল সভাপতি গোলাম ফারুক খোকন বলেন-বেশির ভাগ ইউনিয়ন কমিটি হয়েছে। নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত, অনেকেই জেলে। সরকারী দলের চাপে বিধ্বস্ত। খোকন বলেন, বাংলাদেশের যে কোনো উপজেলার চেয়ে রূপগঞ্জে যুবদলের নির্বাচনী প্রস্তুতি বেশি। এরই মধ্যে মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়ার নেতৃত্বে যুবদল নির্বাচনী উঠান বৈঠক করেছে, এমনকি এলাকাভিত্তিক নির্বাচনী এজেন্ট নিয়োগের ব্যাপারেও কার্যক্রম চলছে। খোকন দাবি করেন, গ্রুপিং লবিং এর কারণে যুবদলের মধ্যে কিছুটা ভগ্নদশা রয়েছে। তবে সময় হলে সবাই এক প্লাটফর্মে আসবেন বলে প্রত্যাশা এ যুবদল নেতার।