আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে রূপগঞ্জে সংবাদ সম্মেলন, মামলা থেকে অব্যাহতির দাবি

রূপগঞ্জে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সংবাদ সম্মেলন

সংবাদচর্চা রিপোর্ট:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্প্রতি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী হোসেন আহাম্মেদ রুবেল হত্যা মামলায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে ফাঁসানোর প্রতিবাদে পরিবার ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগমসহ তারা।

মমতাজ বেগম তার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে রাজনৈতিক দ্বন্ধে এবং হেয় করতে মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে এ মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এছাড়া যারা প্রকৃত খুনি তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

ইউপি সদস্য আলম হোসেন তার বক্তব্যে বলেন, গত ২৭ মে আইপিএলের জুয়া খেলা নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী হোসেন আহাম্মেদ রুবেল। এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে উদ্যেশ্যপ্রণোদিত ভাবে আসামী করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লাভলী মানিক, আবু জাবের বাবুলসহ আরো অনেকে।