আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শুক্কুর মাহমুদের স্মরণ সভা

রূপগঞ্জে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি মরহুম শুক্কু মাহমুদের স্মরণ সভা ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বি‌কালে উপজেলার গোলাকান্দাইল ইউ‌নিয়ন আওয়ামী লীগ কার্যাল‌য়ে এ সভা হয়। স্মরন সভা ও মিলাদ মাহ‌ফিলের আয়োজন করে গোলাকান্দাইল ইউ‌নিয়ন শ্রমিকলীগ ও প‌রিবহন শ্র‌মিকলীগ। আরো পড়ুনঃ পরীক্ষায় দায়িত্ব অবহেলা রূপগঞ্জে ২ সচিবকে অব্যাহতি

গোলাকান্দাইল ইউ‌নিয়ন শ্রমিকলীগের সভাপ‌তি র‌ফিক নেওয়া‌জের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগ রূপগঞ্জ আঞ্চ‌লিক শাখার সাধারন সম্পাদক শাহ মোবারক হো‌সেন খান শা‌হি‌নের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউ‌নিয়ন  আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক আলী আকবর , জাতীয় শ্রমিকলীগ রূপগঞ্জ আঞ্চ‌লিক শাখার সভাপ‌তি বেলা‌য়েত হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক ম‌নির হো‌সেন, শ্র‌মিক লীগ নেতা আমজাদ হো‌সেন সর্দার, গোলাকান্দাইল ইউ‌নিয়ন জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপ‌তি ইয়া‌ছিন মোল্লা, সাধারন সম্পাদক তালাল মিয়া, সাংগঠ‌নিক সম্পাদক শাহ আলমসহ অ‌নে‌কে।

অনুষ্ঠা‌নে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপ‌তি আলহাজ্ব  শুক্কুর মাহমু‌দের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।