আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শ্বশুর শাশুরির বিরুদ্ধে স্বামীকে অপহরণে অভিযোগ গৃহবধূর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শশুর শাশুরি মিলে এক গৃহবধূর স্বামীকে অপরহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন পরও স্বামীকে না পেয়ে রোববার সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। এর আগে, উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ হিরোন বেগম জানান, তিনি মাদারীপুর জেলার শিবচর থানার সরকারকান্দি এলাকার জালাই হাওলাদারের মেয়ে। গত ৫ বছর আগে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার সেলিম মোল্লার ছেলে হাকিম মোল্লার সঙ্গে হিরোন বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে হাফিজা (৪) নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তারা বরপা এলাকায় বসবাস করে আসছেন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শশুর সেলিম মোল্লা, শাশুরি হালিমুন বেগম, দেবর আল-আমিন মোল্লাসহ শশুর বাড়ির লোকজন গৃহবধূ হিরোন ও তার স্বামী হাকিম মোল্লাকে বেশ কয়েকদিন ধরেই মারধরসহ জালা-যন্ত্রনা করে আসছে। তার স্বামী হাকিম মোল্লা অন্তিম নামে একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছে। প্রতিদিনের ন্যায় তার স্বামী হাকিম মোল্লা কাজে চলে যায়। হাকিম মোল্লা যথাসময়ে কাজ থেকে না ফিরলে গৃহবধূ হিরোন বেগম বিভিন্ন স্থানে খুজাখুজি শুরু করেন। পরে হিরোন বেগম জানতে পারেন, শশুর, শাশুরি ও দেবর মিলে তার স্বামীকে অপহরণ নিয়ে গেছে। তবে, এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।