নারায়ণগঞ্জের রূপগঞ্জে লবণের দাম বৃদ্ধি নিয়ে চলছে গুজব। বাস্তবে লবণের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। লবণের দাম বাড়ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে রূপসীসহ গোটা উপজেলায়।
মঙ্গলবার সকাল থেকে লবণের দাম বাড়ার গুজব ছড়ায় একটি মহল। আর এ গুজব ছড়িয়ে পড়ে প্রথমে তারাব পৌরসভার রূপসী এলাকায় পরে তা উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে শুরু করে গ্রামে-গঞ্জে। এ গুজবে উপজেলায় ব্যবসায়ীরা লবণের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করেছেন। লবণের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতংকিত হয়ে দোকানে দোকানে লবণ কিনতে ভীড় করছেন।
মঙ্গলবার( ১৯ নভেম্বর) সকাল থেকে রূপগঞ্জ উপজেলায় গুজব ছড়িয়ে পড়লে কতিপয় অসাধু ব্যবসায়ী বিভিন্ন হাট-বাজারে লবণ বেশী দামে বিক্রি শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লবণের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকানগুলোতে লবণ ক্রয়ের জন্য ভীড় জমাচ্ছেন।
কেউ কেউ বস্তা বস্তা লবণ বেশীদামে ক্রয় করছে। ক্রেতারা জানায়, ‘শুনেছি লবণের দাম বেড়ে প্রতি কেজি পঞ্চাশ থেকে সত্তর টাকায় দাঁড়িয়েছে। এমন খবরে আমরা লবণ কিনে রাখছি, যাতে দাম বাড়লে আর কিনতে না হয়।’
এছাড়া সরকারের একটি সুত্র থেকে জানা গেছে লবণের দাম বৃদ্ধি পায়নি। দেশে চাহিদার চেয়ে বেশি লবণ মজুদ রয়েছে।