রূপগঞ্জে চারটি রেস্টুরেন্টকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছে নিউ জম জম রেষ্টুরেন্ট, বেঙ্গল বেস্ট বে রেষ্টুরেন্ট,ভোজন বিলাস রেষ্টুরেন্ট ও সাইফ খাবার।
বুধবার (২২ জানুয়ারি) কাঞ্চন মায়ারবাড়ী এলাকায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় নিউ জমজম রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, বেঙ্গল বে রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ভোজন বিলাস রেস্টুরেন্ট ২ লাখ টাকা, সাইফ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারা লঙ্গন করায় মালিকদেরকে জরিমানা করা হয়।