আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রিক্সা চালকের লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকায় অনিক কম্পোজিট মশারী কারখানার সামনে ঝোপের ভেতর থেকে নিহত স্বপনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন সরদার (৫০) গোলাকান্দাইল বউ বাজার এলাকার বাসিন্দা।
ধারণা করা হচ্ছে গত শনিবার রাতের যেকোনো সময় চালককে ছুরিকাঘাতে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে তার অটোরিকশাটি দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে।
ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের করা হবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।