সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকার (ঢাকা-সিলেট মহাসড়কের) শরিফ মেলামাইন ইন্ড্রাষ্ট্রি লিমিটেড হইতে খালপাড় জামে মসজিদ হয়ে জামদানী পল্লী রোড ভায়া কবরস্থান পর্যন্ত আর. সি. সি রাস্তার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ৭ নং ওয়াডে মন্ত্রী রাস্তাটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাব পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনসহ অনেকে। পরে অতিথিবৃন্দ বিশেষ মোনাজাত করেন। রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন তারাব পৌরসভা।
এদিকে শুক্রবার ৭নং ওয়ার্ড নোয়াপাড়া খেলার মাঠ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রীর মাঠ পরিদর্শন উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়।