আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রাতের আধারে সন্ত্রাসী হামলা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট, এক নারী আহত,

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জে রাতের আধারে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছ্ বলে খবর পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ১লাখ ৫০হাজার টাকা স্বর্ণালংকার লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল (১১ডিসেম্বার) সোমবার ভোর রাতে উপজেলার আমলাব এলাকায় ইউসুফ মিয়ার বাড়িতে। হামলাকারীরা এসময় ইউসুফকে না পেয়ে তার বড় বোন আমাতন নেছাকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরিবারের পক্ষ থেকে বাদল মুন্সী জানান পূর্ব শত্রুতার জের ধরেই সোমবার রাত ৪টার দিকে কালী এলাকার মিনাল, সোহেল ও শফি মোল্লাসহ ৫/৭জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল আইনের লোক পরিচয় দিয়ে বাড়ীর গেট খুলতে বলে এসময় বাড়ির মালিক ইউসুফ মিয়ার বৃদ্ধ মাতা আয়শা গেট খোলার সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবাং ঘরের ভিতরে শুয়ে থাকা বড় বোন আসাতনকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ইউসুফকে খুজাখুজি করতে থাকে বলে জানান তার মা। ইউসুফকে না পেয়ে হামলাকারীরা ঘরের শো-কেচ ও আলমীরা ভেঙ্গে দেড় লাখ টাকা ও একটি কানের দুল লুট করে নিয়ে যায়। এসময় ইউসুফের মার ডাক চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসতে শুর করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আমাতন নেছাকে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ির (এসআই) মোঃ তারিকুজামান ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।