আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রড ভর্তি ট্রাক ছিনতাই,খালি ট্রাক উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রড ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ খালি ট্রাক উদ্ধার করতে পারলেও রড উদ্ধার করতে পারেনি। রোববার সকালে রড ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় রূপগঞ্জ থানা মামলা হয়েছে। এর আগে, গত ১২ অক্টোবর রাতে উপজেলার কাঞ্চন ব্রীজ এলাকা থেকে রড ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ট্রাকের মালিক আমিন নয়ন জানান, গত ১১ অক্টোবর তার মালিকানাধীন ট্রাকটি ১৪ মেট্রিক টন রডসহ চট্টগ্রামের পাহাড়তলী বিএসআরএম ষ্টীল মিলের কারখানা থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়। ১২ অক্টোবর ট্রাকটি নওগাঁতে পৌছানো কথা ছিলো। ১২ অক্টোবর বিকেলে চালক সাজুকে যথাসময়ে নওগাঁ না পৌছানোর কারণ জিজ্ঞাসা করলে চালক বলেন তিনি কুমিল্লা আছেন। এর পর থেকেই চালক সাজু ও হেলপার মোস্তফার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ১৩ অক্টোবর রাত ১ টার দিকে ট্রাকটি খালী অবস্থায় উত্তরা থানা এলাকায় পাওয়া যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন চালক সাজু ও হেলপার মোস্তাফার সহযোগীতায় ছিনতাইকারীরা কাঞ্চন ব্রীজের ঢাল থেকে ট্রাক থেকে রড গুলো ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের মালিক আমিন নয়ন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ছিনতাইকৃত রড উদ্ধার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।