আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের নারীরা এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শ বু‌কে ধারন ক‌রে যুবম‌হিলালীগ নেত্রী‌দের এ‌গি‌য়ে যে‌তে হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।’

শ‌নিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবম‌হিলালীগের প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপলক্ষে আয়ো‌জিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে রূপগঞ্জ উপ‌জেলা যুবম‌হিলালীগ।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলালীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী।

রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলালীগের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া এর সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলালীগের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা এর সঞ্চালনায় সভায়, রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলী‌গের কার্যকরী সদস্য মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া সহ রূপগঞ্জ উপ‌জেলার ২ টি পৌরসভা ও ৭ ইউ‌নিয়‌ন যুবম‌হিলালীগের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকরা উপ‌স্থিত ছিলেন।

অনুষ্ঠা‌নে কেক কে‌টে বাংলাদেশ আওয়ামী যুবম‌হিলালীগের প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন করা হয়।