সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১১ নভেম্বর) বিকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আ শিক ইকবালের সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায় , মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সাউদ, দীল মোহাম্মদ দিলু, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সফিউল্লাহ সফি, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ নাঈমসহ অনেকে। নেতৃবৃন্দ যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।