সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেকের পানি থেকে অজ্ঞাতনামা যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ মে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় লাশটি উদ্ধার করা হয়।
ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টায় পূর্বাচলের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকার লেকের পানিতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন। ময়নাতদন্তে চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জানা গেছে গত বুধবার দুপুরের দিকে রাজধানী থেকে কয়েকটি বাস যোগে এসে প্রায় শতাধিক যুবক লেকের পানিতে গোসল করতে নামে। তাদের মধ্যে থেকে হয়তো সেই যুবক গোসল করতে গিয়ে সাতার না জানায় পানিতে ডুবে গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।