আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবককে হাতুড়ি পেটা

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে রুবেল খাঁন নামে এক যুবকের হাত-পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পুর্বাচল উপশহরের ৬নং নম্বর সেক্টরে ঘটে এ ঘটনা। আহত রুবেল খাঁন উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল ছোবাহান খাঁনের ছেলে।
আলী হোসেন জানান, তার ছেলে রুবেল খাঁনের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম খাঁনের দীর্ঘ দিন ধরে শত্রুতা চলে আসছিলো। সকাল ১০টার দিকে উপজেলার পুর্বাচল উপশহরের ৬নং নম্বর সেক্টর এলাকায় পৌছাবামাত্র প্রতিপক্ষ রফিকুল ইসলাম খাঁনসহ মফিজুল ইসলাম মফি, কামাল হোসেন, উমেদ আলী ও তাদের লোকজন দা, ছুড়ি, চাপাতিসহ ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে রুবেল খাঁনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হাতুড়ি দিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। শুধু তাই নয় নগদ টাকাসহ মোবাইল সেট লুটে নেয়। পরে পরিবারের লোকজন রুবেল খাঁনকে মুমুর্ষ অবস্থায় ঢাকাস্থ্য পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে