আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যানবাহনে নারীদের চাঁদাবাজি

রূপগঞ্জে যানবাহনে

রূপগঞ্জে যানবাহনে

সংবাদচর্চা ডটকম:

রূপগঞ্জে উপজেলার গাউছিয়া এলাকায়  এশিয়ান হাইওয়ে সড়কে ‘খালি পায়ের মহিলা চাঁদাবাজ’ নামে পরিচিত নারীরা প্রকাশ্যে যানবাহনে চাঁদাবাজি করছে। দাবিকৃত চাঁদার টাকা না পেলেই চালকদের লাঞ্ছিত করছে।

খালি পায়ের মহিলা চাঁদাবাজ’ নামে পরিচিত নারীরা যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে। কেউ প্রতিবাদ করলেই মারধর শুরু করে। ইজ্জতের ভয়ে চালকেরা নারী চাঁদাবাজদের টাকা দিয়ে দিচ্ছে। দাবিকৃত টাকা না দিলেই মারধরসহ নানাভাবে লাঞ্ছিত করছে। তবে এদের কাউকে আগে এসব এলাকায় দেখা যায়নি। এসব নারীদের পরিচয় জানতে গেলেও অশ্লীল ভাষায় গালাগাল করে ।কেউ প্রতিবাদ করলেই মারধর শুরু করে। ইজ্জতের ভয়ে চালকেরা নারী চাঁদাবাজদের টাকা দিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার  ভুলতা-দেবগ্রাম সড়ক, কালীগঞ্জের নারায়নপুর, উলুখোলা, রূপগঞ্জের পলখান, জিন্দা, মাঝিপাড়া এলাকায় বেশ কিছু নারীকে চাঁদাজি করতে দেখা যায়।হাইওয়ে সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির কারনে ওই সড়কের দু’পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

তাদের অভিযোগ, আইনশৃংখলাবাহিনী বিষয়টি অবগত হলেও এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছেনা।

ভূলতা এলাকার অচলা জানান,  মর্জিনা, পাপিয়া, সখি, মনোয়ারা, কিছু  নারী রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে প্রকাশ্যে ৫০ টাকা থেকে শুরু করে যানবাহন বেধে ৫০০ টাকা পর্যন্ত দাবি করছে। দাবিকৃত টাকা না দিলেই মারধরসহ নানাভাবে লাঞ্ছিত করছে।

গাউছিয়া এলাকার মহিম জানান ,ভয়ঙ্কর এসব নারীদের চাঁদা বাজি দেখে স্কুলগামী ছেলে মেয়েদের মধ্যে আতংক বিরাজ করছে।এরা পুরান ঢাকাইয়া ভাষায় কথা বলে।

এ ব্যাপারে ভোলাব তদন্ত পুলিশ কর্মকর্তা (এসআই) সেলিম মিয়া জানান, নারী চাঁদাবাজদের কথা শুনে ঘটনাস্থলে যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। তবে চাঁদাবাজরা নারী-পুরুষ যারাই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ