আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা আদায়সহ ১ জনের জেল

রূপগঞ্জে মোবাইল কোর্টে

রূপগঞ্জে মোবাইল কোর্টে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে মোবাইল কোর্ট বসিয়ে ১ লক্ষ ৪৪ হাজার টাকা আদায় করছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৩ জুলাই সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে বিভিন্ন গাড়ির নানা অনিয়মের কারণে মোট ৩৯ টি মামলা হয়েছে। এক জনকে ১৫ দিনের জেল দিয়েছে। একটি গাড়ির কাগজ জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট বসার কথা ছড়িয়ে পড়লে ঢাকা সিলেট মহাসড়কের অবৈধ সিএনজি, লেগুনা, ফিটনেসহীন যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অনেকটা ফাকা হয়ে যায়।

বিআরটিএ এর  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম জানান, ঢাকা সিলেট মহাসড়কের অবৈধ সিএনজি,লেগুন ফিটনেসহীন যান চলাচল বন্ধ করতে আমাদের অভিযান চলছে। গাড়ির নানা অনিয়মের কারণে মোট ৩৯ টি মামলা হয়েছে, ১ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এক জনকে ১৫ দিনের জেল দিয়েছে আদালত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টি.আই. মোস্তফা, এস আই জুবায়ের ,সজীব প্রমুখ।