আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মোটর সাইকেল আরোহী নিহত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় চৌধুরি আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় চালকের পেছনে থাকা অজ্ঞাতনামা একজন আরোহী আহত হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। সোমবার বিকেল ৩ টার দিকে উপ‌জেলার পূর্বাচল উপশহ‌রের তিনশ’ ফুট সড়কের ভূঁইয়া বাড়ি ৫নং ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, সোমবার বিকালে উল্টোপথে মোটরসাইকেলটি আসলে অপরদিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চৌধুরি আবদুল্লা আল মামুন এর মাথা থেতলে গিয়ে নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা একজন আরোহী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে র‍্যাব-১ (সিপিসি-৩) পিকআপ ভ্যানটি আটক করেছে।