
সংবাদচর্চা ডটকম: রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নং সেক্টর এলাকায় জনতা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক কে.এ.এম রেজাউল করিম মাঞ্জুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক শাহীন মালুম, প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, রিটন প্রধান, আব্দুর রউফ মালুম, জাহিদুল ইসলাম জাহিদ, রুহুল আমিন, মুরাদ হাসান শিপন, সৈয়দ শাহীন, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, আতাউর রহমান সানী, সূজন প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) সহ অতিথিরা পুরুষ্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা।

