সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মাননা অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সম্মাননা বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাঈদ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ, ডাঃ ইমরান আহমেদ, এমওডিসি মশিউর রহমান, ডাঃ আনিসা, উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন, অফিস সহকারী মাকছুদুল হাসান, আনোয়ার হোসেন সহ অনেকে।
জানা গেছে দুই ক্যাটাগরিতে অনুদান প্রদান করা হয়েছে। এক ক্যাটাগরি পেয়েছে ৫ হাজার টাকা করে। অপর ক্যাটারিগরি পেয়েছে ১০ হাজার টাকা করে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সম্মাননা অনুদান তার পক্ষে গ্রহণ করেছেন দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন।