সংবাদচর্চা রিপোর্ট:
মায়ের সাথে অভিমান করে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েটির নাম শাহিদা (১৫)। সে উপজেলার কুশাবো এলাকার মৃত চানঁ মিয়ার কন্যা। চার ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে কাঞ্চন হাজী রফিজ উদ্দিন গালস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ছিল।
মেয়েটির বড় ভাই মাসুদ বলেন, সোমবার বিকালে মায়ের সাথে আমার ছোট বোনের খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। তাছাড়া তার মাথায় একটু সমস্যা ছিল। এক পর্যায়ে সাহিদা কীটনাশক ঔষধ পান করে। রাতে সে শারীরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোরে হাসপাতালেই তার মৃতে্যু হয়।