আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মানবাধিকার কমিশনের দোয়া

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী ওয়েল কেয়ার অফিস কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারী মোঃ সুমন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ডাঃ মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক ও মোঃ দ্বীন ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ মোমেন, রিপন, হাবীব, মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিবেশন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি ডাঃ মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম।