আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধষর্ণের চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

২৫ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ইব্রাহিম মুড়াপাড়া নগর এলাকার সাহাবদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল জানান, মুড়াপাড়া এলাকার এক মাদ্রাসা শিক্ষার্থীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টায় চালায় ইব্রাহীম নামে এক যুবক, এমন অভিযোগ করেন শিক্ষার্থীর অবিভাবকেরা। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশ। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।