সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক মোল্লা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৪ মে) সকালে ব্রাক্ষ্মনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। ফারুক মোল্লা দেওয়ানবাড়ি এলাকার মৃত নুরুল হক মোল্লার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরূদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড,মাদক মামলা সহ হাফ ডজনের অধিক মামলা রয়েছে।