আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ও ইছাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ইছাখালী এলাকার শফিল উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বলিছড়া এলাকার নুর করিমের ছেলে জীবন ওরফে টুন্ডা জীবন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, তোফাজ্জল হোসেন ও জীবন ওরফে টুন্ডা জীবন গোলান্দাইল, ইছাখালীসহ আশ-পাশের এলাকা গুলোতে বেশ কিছু দিন ধরেই ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে ইছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেনকে ও গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ জীবন ওরফে টুন্ডা জীবনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।