আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ  প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জে রূপগঞ্জে জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাছুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন জানান, নিজ এলাকাসহ আশ-পাশের এলাকা গুলোতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে সংবাদ ছিলো পুলিশের কাছে। সকালে মাছুমাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পিছ ইয়াবাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।