আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাছের পোনা অবমুক্ত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার পুকুর ও উন্মুক্ত জলাশায়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ আগস্ট সকালে মুড়াপাড়ায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা রিগেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সী, আলিম উদ্দিন প্রমুখ।

জানা গেছে ২০২১-২২ অর্থ বছরে মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনামাছ উন্মুক্ত করা হয়।