আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মন্ত্রী গাজীর পিপিই বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের হাসপাতালগুলোতে পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট (পিপিই) বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে পিপিই বিতরণ করেন তারাব পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আশরাফী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম । এসময়  রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর সভাপতি ইউসুফ চৌধুরীসহ বিভিন্ন হাসাপাতালের পরিচালক ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শনিবার রূপগঞ্জের লাইফ এইড হাসপাতাল, আল রাফি হাসপাতাল, ভুলতা জেনারেল, ডিকেএমসি হাসপাতাল, মেমোরি হাসেলপাতাল, ক্লিনকেয়ার হসপাতাল, স্বদেশ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিন শতাধিক পিপিই সামগ্রী বিতরন করা হয়।

পিপিই বিতরণের সময় রফিকুল ইসলাম বলেন, করোনা রোগীদের চিকিৎসা রূপগঞ্জে হাসপাতালে সম্ভব নয়। কিন্তু সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে যেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা পিছিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য আমরা পিপিই বিতরণ করছি।

মীর আব্দুল আলীম বলেন, যে কোন মূল্যে নিজের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সু চিকিৎসা নিশ্চিত করা ডাক্তারদের কর্তব্য।

স্পন্সরেড আর্টিকেলঃ