রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় শ্যালক তার লোকজন নিয়ে বোন-দুলাভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে দুলাভাই নূর হামিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ১৬ মার্চ উপজেলার ব্রাক্ষ্মনখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর হামিদ জানান, তিনি দীর্ঘ দিন ধরে পিতলগঞ্জ এলাকায় বালুর ব্যবসা করে আসছে। শ্যালক ইকবাল মিয়া ও বোন লালিফা বেগম ভেকু ভাড়া দেওয়ার বলে নূর হামিদের কাছ থেকে ১০ লাখ টাকা নেয়। গত ১৬ মার্চ সকালে নূর হামিদ ও তার স্ত্রী লাভলী আক্তারকে নিয়ে শ্যালক ইকবাল ও শ্যালিকা ললিফার কাছে পাওনা টাকা চাইতে যায়। উক্ত টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইকবাল ও তার বোন ললিফা, মমিন উদ্দিন, মোর্শেদা বেগমসহ অজ্ঞাত আরো ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নূর হামিদ ও তার স্ত্রী লাভলী আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে।
তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহত নূর হামিদ বাদী হয়ে গতকাল বুধবার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।