আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র ও ৩শ পিস শাল চাদর বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি ) দুপুরে মুড়াপাড়ায় রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শাল চাদর বিতরণ করা হয়।

রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আমান উল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল হক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, মুক্তিযোদ্ধা সংগঠক এ.কে.এম হাসমত আলী। অনুষ্ঠানে ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।